আম নিয়ে সিন্ডিকেট আমরা করতে দিব না

কৃষিমন্ত্রী

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

আম নিয়ে সিন্ডিকেট আমরা করতে দিব না, কিন্তু সিন্ডকেট যারা করে দেখা যায় তাদের সব সমাজের সাথে সম্পর্ক আছে। সেই হিসেবে এই সিন্ডিকেট যাতে না হয়। তাদের বলতে চাই মানুষ আমাদের আম খেতে চায় বিদেশে রপ্তানি করতে চাই আমরা। কৃষকরা যাতে বেশি মূল্য পায়। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিতে পর্যায়ক্রমিক পানি সেচ ও শুকানোর পদ্ধতি রোরো ধান চাষ পদ্ধতি বিষয়ে ডেমো প্লটপরিদর্শন ও জমির মালিক এবং অপারেটরদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ একথা বলেন। অনুষ্ঠানটি ডসকো, সিনজেন্টা এবং কোককোলা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া, বেলারুল, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি। তিনি জানান, আম রপ্তানির জন্য ২৫০-৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। এর আগে মন্ত্রী সোনাদিঘি গ্রামের কৃষক রাতুলে ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বাসতবাড়ি বাগান ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন। এ সময় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা, ডসকোর প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।