বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালের মুলাদি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ও হিজলা উপজেলার চর একতার বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত বৃহস্পতিবার রাতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে মোবাইলকোর্ট চালিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। একইদিন বিকালে হিজলা উপজেলার মেঘনা নদীর চর একতার বাজারে একটি দোকান থেকে নতুন ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং একজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় হিজলা নৌপুলিশের এসআই বশির উদ্দিন উপস্থিত ছিলেন।