ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ

সমাজকল্যাণ মন্ত্রী
নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, নারী যখনই স্বাবলম্বী হয় তখন কিন্তু তার কথা বলার একটি জায়গা থাকে, তার অধিকার সচেতনতা তৈরি হয়ে। নারী তখন যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে পারে। তাই নারীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ। মন্ত্রী গত বৃহস্পতিবার রাজ লা মেরিডিয়ান হোটেলে We Hatbazar Marketplace Launching Event ২০২৪ এ উই প্ল্যাটফর্ম সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন। এ সময় উই প্ল্যাটফর্ম সম্পর্কে মন্ত্রী বলেন, ফেসবুক বেজড ছোট একটা প্ল্যাটফর্ম থেকে খুবই অল্প সময়ে নারী উদ্যোক্তাদের একটি ১৪ লাখ সদস্যের বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটি প্রশংসনীয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারীরা স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ পেয়েছে। মন্ত্রী আরো বলেন, নারীর এই যে অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নারীকে উন্নয়নের মূলধারায় নিয়ে এসে উন্নয়নের অন্যতম মূল চালিকাশক্তি হিসেবে পরিণত করেছেন। এটি বেগবান করতে হলে, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন খুবই জরুরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত