রংপুরে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে আটক করেছে র‌্যাব

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া এলাকায় সড়কে চাঁদাবাজির অভিযোগে মূল হোতা চাঁন মিয়াসহ সাতজনকে আটক করেছে র‌্যাব-১৩ রংপুরের জওয়ানরা। র‌্যাব-১৩ রংপুরের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াডন লিডার মাহমুদ বশির আহমদ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, রপুরের গঙ্গাচড়া উপজেলার রংপুর-নীলফামারী সড়কের দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বাজার সংলগ্ন ভিনজগতের মোড় এবং পাগলাপীর বাজার এলাকায় চাঁদাবাজির সময় ওই চক্রের মূল হোতা চাঁন মিয়ার নেতেৃত্বে তার সহোযোগীরা দীর্ঘদিন ধরে পন্যবাহি ট্রাক, মিনি ট্রাক, কার্ভাড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো এবং সিএনজি থেকে অবৈধ ভাবে ভয়ভিতি দেখিয়ে জোড়পূর্বক চাঁদাবাজি করে আসছিল।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর গত ১৫ মে রাত সাড়ে ৮টার দিকে রংপুরগামী রংপুর ট-১১-০৪৪৬ রেজিঃ নম্বরের একটি পন্যবাহি ট্রাক থামিয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-১৩ রংপুরের জওয়ানরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন চাঁদাবাজকে আটক করে। আটক চাঁদাবাজর হচ্ছে, গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বাজার পাড়ার মৃত আবুল হোসেনেরে পুত্র ওই চক্রের মূল হোতা চাঁন মিয়া (৪৮), ওসি পাড়ার রফিকুল ইসলামের পুত্র আলাউদ্দিন, নয়াটারীর (দিঘলটারী) আমিনুর রহমানের পুত্র ফারুখ মিয়া ও উত্তর খলেয়া গ্রামের মমতাজ আলীর পুত্র মজিদুল ইসলাম, সদর উপজেলার লালচাঁদপুর হিন্দু পাড়া হাড়িটারীর অনিল চন্দ্র রায়ের পুত্র অমল চন্দ্র রায়, গোকুলপুর নওয়াপাড়ার তছির উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম এবং গোকুলপুর কারীপাড়ার সুলতান আলীর পুত্র মোহসীন আলী। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।