ডিবির অভিযানে চার মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, গত শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ডিবি উত্তরের উপ-পরিদর্শক মো: আমিনুল ইসলাম সঙ্গীয় অন্যান্য ফোর্সসহ সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পার্শ্বে লালন টাওয়ার সংলগ্ন যমুনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চার মাদককারবারিকে মাদকসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ওই চার মাদককারবারি হলেন- মো: হাসমত আলী (৪৩), মো: রফিকুল রানা (৪০), ইনতাজুল ইসলাম (২৯) এবং মো: বুলবুল ইসলাম (৩৮)। গণমাধ্যকে ডিবি উত্তর এর ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চার মাদককারবারি জানায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন কৌশলের মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে থেকে। ওই আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।