ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইয়েসবিডির বৈশাখি মিলনমেলা

ইয়েসবিডির বৈশাখি মিলনমেলা

নানা আয়োজনে গত শুক্রবার শেষ হলো ইয়েসবিডির বৈশাখি মিলনমেলা। বৈশাখি মিলনমেলার আয়োজন করা হয় রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয়। সেখানে সকাল থেকেই একে একে আসতে শুরু করেন দেশীয় পণ্যের উদ্যোক্তারা। বৈশাখি সাজে হাজির হন তারা। তাদের বরণ করে নেয়া হয় রং-বেরঙের তালের পাখা দিয়ে। এটি একটা ব্যতিক্রমী আয়োজন, যা ছিল চোখে পড়ার মতো। এমন অনুষ্ঠানে আসতে পেরে খুশি উদ্যোক্তারাও। উদ্যোক্তাদের মধ্যে অনেকেই কাজ করছেন জামদানি শাড়ি, বিভিন্ন রকমের পোশাক, হোমমেইড খাবার আইটেম, হারবাল হেয়ার অয়েল, বিভিন্ন ধরনের কসমেটিকস ও জুয়েলারি নিয়ে। কয়েকটি পর্বে সাজানো হয় পুরো অনুষ্ঠান। প্রথমেই ছিল পরিচিতি পর্ব। উদ্যোক্তারা কে কি পণ্য নিয়ে কাজ করছেন, তা সবার সামনে তুলে ধরেন। এরপর অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একে একে সবার হাতে ক্রেস্ট তুলে দেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা এবং একজন নামকরা সমাজসেবিকা চন্দা মাহজাবিন ও ইয়েসবিডির প্রেসিডেন্ট নাজনীন আঁখি। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন ও কো-অর্ডিনেটর অব ফিন্যান্স শান্তু হাসানাত। এরপর আয়োজন করা হয় র‌্যাফেল ড্রয়ের। উৎসবের মধ্যদিয়ে শেষ হয় এ পর্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত