ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শহরের তুলনায় গ্রামে আইবিডি আক্রান্ত রোগী বেশি

শহরের তুলনায় গ্রামে আইবিডি আক্রান্ত রোগী বেশি

উন্নত দেশগুলোতে অন্যতম মারাত্মক স্বাস্থ্য সমস্যা ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি)।

তবে ইউরোপ-আমেরিকার পাশাপাশি বাংলাদেশ-ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেও আইবিডি রোগী বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বক্তারা জানান, দেশে আইবিডির দুইটি ধরন রয়েছে। এগুলো হলো ক্রোনস ডিজিজ ও আলসারেটিভ কোলাইটিস। ক্রোনস ডিজিজ আক্রান্তদের মধ্যে শহরে বসবাসকারী রোগীর সংখ্যা ৪৩ শতাংশ এবং গ্রামে বসবাসকারী রোগীর সংখ্যা ৫৭ শতাংশ। অপরদিকে আলসারেটিভ কোলাইটিসে আক্রান্তদের মধ্যে শহরে বসবাসকারী রোগীর সংখ্যা ৪৫ শতাংশ এবং গ্রামে বসবাসকারী রোগীর সংখ্যা ৫৫ শতাংশ। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব আইবিডি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজে র‌্যালি পরবর্তী সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইবিডির কোনো সীমা নেই’। সেমিনারে জানানো হয়, আইবিডি এমন এক ধরনের ব্যাধি, যা মানুষের পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে থাকে। বিশ্বে প্রায় ১ কোটি আইবিডি রোগী আছে। বিএসএমএমইউর আইবিডি ক্লিনিকে ২০১৭ সাল থেকে এ ধরনের রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে ১৪ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আইডিবি ক্লিনিকে এসকল রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আইবিডি ক্লিনিকে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা বায়োলজিক্স ওষুধ দেওয়া হচ্ছে। এ কারণে দেশেই এ সকল রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হওয়ায় এ ধরনের রোগীদের বিদেশে যাওয়া প্রবণতা হ্রাস পেয়েছে। দেশের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, আইবিডি ক্লিনিকে এ পর্যন্ত ৫৭৬ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত