ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশীয় প্রজাতির ঔষধি গাছ বিলীন হওয়ার পথে

দেশীয় প্রজাতির ঔষধি গাছ বিলীন হওয়ার পথে

ক্রমবর্ধমান নগর সভ্যতা বিকশিত হওয়ার ফলে কমেছে আবাদী ও বনাঞ্চল। সারা পৃথিবীজুড়ে অপরিকল্পিত নগরায়নের ফলে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব। বাদ যায়নি কৃষিজমি ও ওষুধ উৎপাদনের ওষুধি গাছ। সারা পৃথিবীজুড়ে ৩০ শতাংশ ওষুধি গাছ বিলীন হওয়ার পথে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও আশঙ্কাজনক হারে ওষুধি গাছ বিলুপ্ত হয়ে গেছে পাশাপাশি বিলুপ্ত হওয়ার পথে অসংখ্য প্রজাতির গাছ।

গত শনিবার সকালে রাজধানী ঢাকার মাতৃভূমি মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ‘বিশ্ব পরিবার দিবস ও দেশীয় প্রজাতির গাছের বিলুপ্ত রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন রুপা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন পরিচালক অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, নারী পরিষদের সহ-সভাপতি মাতৃভূমি গ্রুপের পরিচালক শিলা মহসিন, সেলিনা চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক রবিউল ইসলাম মাস্টার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত