রংপুরে আলু চাষিদের মানববন্ধন

প্রকাশ : ২০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

হিমাগার মালিকদের একতরফাভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার দুপুরে কাচারি বাজারস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রংপুর বিভাগীয় ও জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নগরীর টাউন হল চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে সেখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রংপুরের হিমাগার মালিকগণ কোনো কারণ ও আলোচনা ছাড়া একতরফাভাবে হিমাগারে কৃষক ও ব্যবসায়ীদের রাখা আলুর অতিরিক্ত ভাড়া আদায় করছেন।