রাজশাহীর তিন উপজেলায় নির্বাচন আজ

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা এই তিনটি উপজেলায় মোট ২৯টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৮টি, ভোটকক্ষ ৫১৩টি এবং মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮৬২ জন ও নারী ভোটার ৯০ হাজার ১৩৬ জন। দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৭টি, ভোটকক্ষ ৪৭২টি। মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩২ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। অন্যদিকে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় তাকে গত ৩০ এপ্রিল তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি, ভোটকক্ষ ৭৪৭টি। মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৯৭১ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৮২ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন।