ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীর তিন উপজেলায় নির্বাচন আজ

রাজশাহীর তিন উপজেলায় নির্বাচন আজ

আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা এই তিনটি উপজেলায় মোট ২৯টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দ্বিতীয় ধাপে পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৮টি, ভোটকক্ষ ৫১৩টি এবং মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮৬২ জন ও নারী ভোটার ৯০ হাজার ১৩৬ জন। দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৭টি, ভোটকক্ষ ৪৭২টি। মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ৯৩২ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭৯ হাজার ৮৮১ জন। অন্যদিকে বাগমারা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী থাকায় তাকে গত ৩০ এপ্রিল তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি, ভোটকক্ষ ৭৪৭টি। মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৯৭১ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৮২ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত