রংপুরের টুকরো খবর

প্রবাসীর বাসায় হামলার চেষ্টা, আতঙ্কে নারী-শিশুসহ পরিবার

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরে প্রবাসী নগরীর খামার মোড়ের আশরাফুল আলমের বাসায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে জানা গেছে।

অভিযোগ সূত্রে গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে ব্যবসায়িক লেনদেনের শত্রুতার জেরে মরহুম আকবর আলী সরকারের সন্তান আ ন ম তারিক সরকার ওরফে এটম গং নেতৃত্বে একদল সন্ত্রাসী মদ্যপ অবস্থায় প্রবাসীর বাসায় গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করলে, বাসায় অবস্থানরত নারীসহ শিশু আতঙ্কিত হয়ে পরেন। সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ এবং উল্লিখিত বিষয়ে অনুসন্ধানে আরো জানা যায়, গত ২৩ জানুয়ারি ২০২০ সালে ‘অরিজিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর চেয়ারম্যান আ. ন. ম. তারিক সরকারের সঙ্গে প্রবাসী মো: আশরাফুল আলমের নিজ ও ভাইয়ের নামে ক্রয়কৃত ১.১৯ (একশত উনিশ শতক) জমি, একটি ৩০০ টাকার স্টাম্পে প্লট আকারে বিভিন্নজনের কাছে বিক্রির চুক্তিপত্রে আবদ্ধ হন, যার মেয়াদ গত ২৩ জুলাই ২০২১ (১৮ মাস) শেষ হয়ে যায়। কিন্তু ১৮ মাস অতিবাহিত হয়ে ৫৩ মাস পার হলেও প্রবাসীর সঙ্গে দ্বিতীয় কোনো চুক্তিপত্র হয়নি বলে জানা যায়। এ বিষয়ে প্রবাসী আশরাফুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই ঘটনার পর তিনি এবং তার পরিবার আতঙ্কে কালানিপাত করছেন। তিনি আরো বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করবেন। লিগ্যাল নোটিশ এরই মধ্যে তিনি প্রেরণ করেছেন বলে জানা যায়।

এতদাসত্ত্বেও এটম গং স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় নানাভাবে তার পরিবার পরিজনকে হুমকি এমনকি জীবননাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, তার শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মাধ্যম মারফত তিনি জানতে পেরেছেন, পথে-ঘাটে আমাকে আটক করে আমার স্বাক্ষরিত চেকের পাতা সংগ্রহ করার জন্য পাঁয়তারা চালাচ্ছে যা এটম গং পরবর্তীতে ডকুমেন্টস হিসেবে চালিয়ে যাবেন। তবে প্রবাসী স্পষ্ট করে বলেন, তার স্বাক্ষরিত কোনো চেকের পাতা উক্ত ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট গংয়ের কারো কাছে নেই। চেক সংগ্রহের প্রচেষ্টা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের আর এক রূপ বলে অভিযোগ করেন আলম। এদিকে তারিক সরকারের সঙ্গে কথা বলা হলে, তিনি তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আশরাফুল আলমের কাছে আমি ৭০ লাখ টাকা পাব, এই টাকা না দেয়ার জন্যই আমার বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ আনয়ন করেন।