বিশ্ব মেট্রোলজি দিবস পালন

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বিশ্ব মেট্রোলজি দিবস যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুরের যৌথ আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রংপুর আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক, রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক) হুমাউন কবীর, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বর হাসান। শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহম্মাদ। পবিত্র কোরআন শরিফ তেলাওয়াতের মাধ্যামে আলোচনা শুরু হয়ে স্বাগত বক্তব্য, উন্মুক্ত আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব, অতিথি বক্তব্য, সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি করা হয়।