ব্যাটারিচালিত অটোরিকশা শৃঙ্খলায় আনার দাবি

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ব্যাটারিচালিত অটোরিকশা শৃঙ্খলায় ফিরিয়ে এনে রাজস্ব আহরণের দাবি জানিয়েছেন ‘বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটরচালিত অটোরিকশা, অটোবাইক সার্ভিস লিমিটেড’ নামে একটি সংগঠন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটি নেতারা।

মানববন্ধনের বক্তৃতা করেন সংগঠটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, পরিচালক আক্তার আহমেদ ও মাইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা অনুমোদন দেওয়ার জন্য ২০১৮ সালে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহামান্য আদালতে রিট পিটিশন দায়ের করি। ২০১৯ সালে সুপ্রিমকোর্টের ফুল বেঞ্চ বিআরটিএ’ কে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার জন্য আদেশ দেন। গত সোমবার প্রধানমন্ত্রীও ইজিবাইকের বৈধতা দানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।