নিবন্ধন পরীক্ষায় বয়স শেষ

চাকরির দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেরিতে ফল প্রকাশ করায় ১৭তম শিক্ষক নিবন্ধনে পাস করা অনেক চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম করেছে। প্রতি বছর একবার পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের নিয়ম থাকলেও ২০২০ সালের পরীক্ষার ফল দেওয়া হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করা অনেকের বয়স ৩৫ বছর পার হয়েছে। এসব প্রার্থীর চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করে চাকরিতে প্রবেশের সুযোগ পেতে মানববন্ধন করেছে পাস করা প্রার্থীরা। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১৭তম নিবন্ধনে উত্তীর্ণরা। এতে শতাধিক চাকরিপ্রার্থী অংশ নেন।

মানববন্ধনে তারা বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হয় ২০২০ সালের ২৩ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতি ও এনটিআরসিএ’র গড়িমসির কারণে এ পরীক্ষা আয়োজন শেষ করতে ৪ বছরের বেশি সময় গেছে। সর্বশেষ গত বছর ২৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল হয়। এরই মধ্যে এনটিআরসিএ’র তথ্য মতে ৭৩৯ জন চাকরিপ্রার্থীর ৩৫ বছর বয়স শেষ হয়েছে।