রাজশাহীর তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশ : ২৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর ও বাগমারায় উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোটের দিনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে বলে জানা গেছে। রাজশাহীর বাগমারায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া প্রতীক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন আব্দুস সামাদ মোল্লা। দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ। বাগমারা উপজেলায় ১২২টি ভোট কেন্দ্রের ৭৪৭টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকালে ৪টা পর্যন্ত একটানাভাবে চলে। নির্বাচনে তেমন উত্তপ ছিল না। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া প্রতীক) ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক ওরফে আট বাবু ৪ হাজার ৩২১ ভোট পেয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কহিনুর বেগম (কলস প্রতীক) ৪২ হাজার ১২৩ ভোট বিজয়ী হয়েছেন। কহিনুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতাজ আক্তার বেবি। বেবির প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৭৭ ভোট। এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। এবারে আওয়ামী লীগ নেতা ও তার সমর্থিত প্রার্থীরাই মূলত উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করেন। পুঠিয়ায় গত মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ শেষে বিকাল ৪টার পর বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী তারা চেয়ারম্যান নির্বাচিত হন। ঘোষিত ফলাফল অনুযায়ী জানা যায়, পুঠিয়া উপজেলার সবগুলো কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিজয়ী পার্থী বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোলা (আনারস প্রতীকে) ২৬৬৬৫ ভোট পেয়ে বিজয় হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসাউল হক মাসুদ (ঘোড়া মার্কা) প্রতীকে পেয়েছেন ২৩৬৭৯ ভোট এবং উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯৮৭২ ভোট।

এছাড়া অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ে বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল চশমা প্রতীকে ২৮১৭৬ ভোট পেয়ে জয়ী হন। জামাল মাস্টার তালা প্রতীকে প্রাপ্তি ভোট সংখ্যা ১০৯৫৫। এছাড়া মুরাদ হোসেন টিউবাল প্রতীকে পেয়েছেন ১৯১৯৩ ভোট। মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজনের লড়াইয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে পেয়েছেন ২৬৯৮০ ভোট পেয়ে জয়ী হয়। ফুটবল প্রতীকে পরিযান বেগম পেয়েছেন ২১৮৯২ ভোট। শবনাজ আক্তার পেয়েছেন হাস মার্কা প্রতীকে ৮৫৯৬ পেয়েছেন ভোট। পুঠিয়া উপজেলায় মোট ৭৮টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়েছে। পুঠিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১ জন। দুর্গাপুরে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়া শরিফুজ্জামান শরিফ মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলে মোটরসাইকেল প্রতীক নিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ ১৪ হাজার ৭৪১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মজিদকে ভোটের ব্যবধানে পেছনে ফেলে প্রথমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রভাষক শরিফুজ্জামান শরিফ। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টিওউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মন্ডল। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ফিরোজ তালা প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৫১ ভোট। ৪ হাজার ৪৮৩ ভোটের ব্যবধানে আব্দুল কাদের মন্ডল নির্বাচিত হয়েছেন।