চট্টগ্রামে প্রতারক স্বামী-স্ত্রী আটক

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামে এনআইআইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক দম্পতিকে আটক করে র‌্যাব। সম্প্রতি সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকায় বসতবাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মমতাজ বেগম (৩৪) ও তার স্বামী মো. মুজিবুর রহমানকে (৪৬) আটক করা হয়। জানা যায়, ২০২১ সালে ভাগনির বিয়েতে ভুক্তভোগী মঞ্জুর আলমের সাথে পরিচয় হয় প্রতারক মমতাজ বেগম ও মুজিবুর রহমানের। এসএসসি পাস করার পর থেকে চাকরির জন্য চেষ্টারত মঞ্জুরকে এনএসআই ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিচালক হিসেবে কর্মরত বলে পরিচয় দেয় মমতাজ। পরে এনএসআই এর ফিল্ড অফিসার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। সেই ফাঁদে পা দেয় মঞ্জুর আলম। এ খবর জানিয়ে দেয় চাকরিপ্রত্যাশী বোন জামাই, মামা ও বন্ধুকে। তারা সবাই চাকরির জন্য মমতাজ বেগমের বাড়িতে যায় এবং তার স্বামী মুজিবুর রহমান সবাইকে জনপ্রতি ১২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে চাকরি দিতে পারবে বলে পুনরায় আশ্বস্ত করে। র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, এনএসআই এর ফিল্ড অফিসার পদে চাকরি পাওয়ার আশায় ২০২১ সালের ২২ নভেম্বর মঞ্জুর আলম ১২ লাখ ৫০ হাজার টাকা, তার মামা একরাম হোসেন ৭ লাখ ৫০ হাজার টাকা ও তার বন্ধু নয়ন ২ লাখ ২৫ হাজার টাকা এবং বোন জামাই ১২ লাখ টাকাসহ সর্বমোট ৩৪ লাখ ২৫ হাজার টাকা মমতাজ বেগমকে দেয়। এই টাকার সিকিউরিটি হিসেবে স্ট্যাম্পে প্রতারকরা লিখিত অঙ্গীকারনামা প্রদান করে এবং বিভিন্ন ব্যাংকের ৩৪ লাখ ২৫ হাজার টাকার ৫টি চেক প্রদান করে। দীর্ঘ ২ বছর ৬ মাস পর এনএসআই এর সার্কুলার হলেও মমতাজ বেগম তাদের চাকরি দিতে ব্যর্থ হয়।