সেনা বিজিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহারুল ইসলাম (৩৮) নামের চাকরিচ্যুত এক বিজিবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩-এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ সংবাদ সম্মেলন করেন র‌্যাব-১৩ এর হেডকোয়ার্টারে। লিখিতভাবে বলা হয়, ২০০৫ সালের ৩ মে ল্যান্স নায়েক পদে বিজিবিতে যোগদান করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহারুল ইসলাম। বিজিবিতে কর্মরত থাকাকালীন বেসামরিক ব্যক্তিদের যোগসাজশে বিভিন্ন জেলার প্রার্থীদের বিজিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নেন। চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২০ সালের ২৭ অক্টোবর ৬ মাসের বেসামরিক জেলসহ চাকরিচ্যুত হন শাহারুল।