ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৭০ কক্ষ

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৭০ কক্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লেগে ৭০টি কক্ষ পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় টিনশেডের তৈরি একটি কলোনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির প্রায় ৭০টি কক্ষ এবং আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, কলোনিতে আগুন লাগার পর এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত