ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাদা রেকে বদলে যাচ্ছে ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেন

সাদা রেকে বদলে যাচ্ছে ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেন

রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চলাচল করা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের রেক পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুরোনো রেক বদলে আগামী ৬ জুন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সাদা রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত গত ১৯ মে’র দপ্তরাদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়েছে, যাত্রীবাহী কোচের ব্যবহার, রেক পরিবর্তন এবং পরিবর্তিত রেকের অবমুক্ত কোচ দিয়ে ট্রেন পরিচালার প্রস্তাব করা হয়েছে।

সেই প্রস্তাব অনুযায়ী ইন্দোনেশিয়ান (সাদা) কোচ দিয়ে রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চলাচল করা ৭৩৩/৭৩৪ নম্বর আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন নতুন মার্শালিংয়ে চলাচলের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। যা আগামী ৬ জুন (বৃহস্পতিবার) রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৩৩ নম্বর ট্রেনের মাধ্যমে কার্যকর হবে। নতুন রেক কম্পোজিশন, মার্শালিং ও আসন সংখ্যা অনুযায়ী ট্রেনে ১২টি কোচ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত