পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির

তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক গতকাল কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং-এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পংকজ নাথ, আব্দুল মোতালেব, মো: মঈন উদ্দিন এবং বেগম জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে তিন পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত ও স্বাস্থ্য সেবা সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন এবং বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি এবং পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানগণের পদবি উপমন্ত্রী পদমর্যাদা করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে তিন পার্বত্য জেলায় মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ, রাঙামাটি মেডিকেল কলেজকে ব্যবহার উপযোগী এবং ৩৪১টি কমিউনিটি ক্লিনিক সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)’র মাধ্যমে তিন পার্বত্য জেলার স্থায়ী নাগরিকদের মধ্য হতে নিয়োগ দান এবং স্কুল, কলেজ নির্মাণের পাশাপাশি ছাত্রছাত্রীদের আবাসিক হলের ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবসহ পরিবারের সকল সদস্যরা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম উন্নয়ন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, উদ্বাস্ত পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানরা, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।