ইআইআর প্রকল্প

কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করছে

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

ভূপৃষ্ঠের পানির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ এবং বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প’ বাস্তবায়ন রংপুর অঞ্চলে ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করছে। গত রোববার সন্ধ্যায় নগরীর বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ইআইআর প্রকল্প ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও সাবেক আওয়ামী সংসদ সদস্য বেগম আক্তার জাহান এসব কথা বলেন। বিএমডিএর রংপুর সার্কেল ইআইআর প্রকল্প পরিচালক ও বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সার্কেল প্রকৌশলী মো. হাবিবুর রহমান খানের সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি জানাতে অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুর ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কৃষি প্রকৌশলী মো. আব্দুল আজিজ সরকার ও সিনিয়র সাংবাদিক প্রকৌশলী মো. মামুন ইসলাম। প্রকৌশলী খান বৃহত্তর রংপুরের ৩৫টি উপজেলায় ইআইআর প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বর্ণনা করেন যাতে কৃষির উন্নয়ন এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সংরক্ষিত ভূ-পৃষ্ঠের পানির সর্বোত্তম ব্যবহার এবং বাস্ততন্ত্রের উন্নতি এবং দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ, পাখি এবং পরিযায়ী পাখির অভয়ারণ্য পুনরুজ্জীবিত করা যায়।