বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি

ওসমানী গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিএসসি (অনার্স) ইন (অ্যারোনটিক্স) এবং বিবিএ প্রোগ্রামে শিক্ষা বিষয়ে বিশেষ পারদর্শিতার জন্য ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর বাফা কোর্সের কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান গত রোববার বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি ওসমানী স্বর্ণপদক প্রাপ্তদের মাঝে সনদপত্র ও পদক বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর ঘাঁটি অধিনায়ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর, বিমান বাহিনী একাডেমি এর কমান্ড্যান্ট এবং বিমান সদর ও অত্র ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।