ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আসছে বাজেটে তামাকের কর বাড়াতে অগ্রণী ভূমিকা রাখব

মুজিবুল হক চুন্নু
আসছে বাজেটে তামাকের কর বাড়াতে অগ্রণী ভূমিকা রাখব

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্যবৃদ্ধির বিষয়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু, এমপি। গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরো জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত রাজস্ব আয় বাড়াতে হলে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সিগারেটসহ সকল তামাকপণ্যের কর ও মূল্যবৃদ্ধির বিকল্প নেই। আগামী অর্থবছরের বাজেটে তামাক পণ্যে কার্যকরভাবে শুধু সিগারেট খাত থেকেই প্রায় ৪৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশন, স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারীসহ প্রতিনিধিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত