ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার রংপুর জেলার মাহিগঞ্জ থানার পশ্চিম বকচি গ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাদিয়া আফরিন শেফা।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মোহাম্মদ শাহ আলম বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আর নারীর ক্ষমতায়নে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি চাকরিতে নারীদের সংখ্যা বৃদ্ধি করতে হলে বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সরকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি নারীদের স্বাবলম্বী হতে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। ছেলে-মেয়েরা যাতে মাদকাসক্ত না হয়, সেজন্য তিনি অভিভাবকগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় রংপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, পরিবার হলো সন্তানের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। মায়ের দায়িত্ব হলো সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। তিনি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

রংপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রংপুর মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত