পদোন্নতি কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পড়ালেন আনসার মহাপরিচালক

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ জন কর্মকর্তা সহকারী পরিচালক হতে উপ-পরিচালক পদে সদ্য পদোন্নতি পাওয়ায় তাদের র‌্যাঙ্ক ব্যাজে সুশোভিত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। গত রোবাবর বেলা ১১:৩০ মিনিটে বাহিনীর সদর দপ্তরের তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম উদ্দিন, বিএম, উপমহাপরিচালক প্রশাসন কর্নেল তসলিম এহসান, আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নূরুল হাসান ফরিদী, উপমহাপরিচালক (অপারেশন্স) মো: ফখরুল আলম, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো: জিয়াউল হাসান, পরিচালকবৃন্দসহ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- ১. মো: হেলাল উদ্দিন, ২. মো: আল-আমিন, ৩. মো: সুজন মিয়া ৪. নাজমুছ সালেহীন নূর ও ৫. মো: জাহাঙ্গীর আলম। গত রোববার অনাড়ম্বর আয়োজনে বাহিনীর মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়ার পর ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।