রাজধানীতে অকেজো ২৫ গাড়ি সরিয়েছে ট্রাফিক

প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বৃষ্টি ও ঝড়ে বিভিন্ন রাস্তায় পানি জমে এবং গাছ পড়ে অন্তত ২৫টি গাড়ি অকেজো হয়ে পড়ে। সেগুলো দ্রুত সময়ে সরিয়ে রাস্তা সচল করেছেন ট্রাফিক বিভাগ মতিঝিলের সদস্যরা।

গত সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত এসব গাড়ি সরায় ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এর ফলে দ্রুত ব্যবস্থা নেয় তারা।

এছাড়া ডিসি ট্রাফিক মতিঝিলের নিজ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি কপোরেশন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সরাসরি কথা বলে দ্রুততার সঙ্গে পড়ে যাওয়া গাছ রাস্তা থেকে সরিয়ে জন ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়। ডিসি ট্রাফিক মতিঝিল বলেন, কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের মধ্যেও থেমে ছিল না ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মযজ্ঞ। নগরবাসীকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়াসহ নানা ধরনের সেবামূলক কাজ করেন ট্রাফিকরা।