শপথ নিলেন রংপুরের ১৯ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

প্রকাশ : ২৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ১৯ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরসহ প্রশাসনের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার জাকির হোসেন বলেন, ‘জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। আমরা একসঙ্গে কাজ করতে পারলে অনেক অসাধ্য কাজও করা সাধন করা সম্ভব।’ তিনি বলেন, ‘দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবন-যাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। বিদেশি কোনো রাষ্ট্র এসে এটি বাস্তবায়ন করে দিয়ে যাবে না। তারা শুধু বড় বড় পরামর্শ দিবে। দেশের উন্নয়ন আমাদেরই করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস আমাদের আছে।’

উল্লেখ্য, গত ৮ মে রংপুর বিভাগের ১৯টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ ৫৭ জন প্রতিনিধি নির্বাচিত হন।