ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা

সুন্দরবন সুরক্ষায় অতিরিক্ত বাজেট বরাদ্দের দাবি

সুন্দরবন সুরক্ষায় অতিরিক্ত বাজেট বরাদ্দের দাবি

ঘূর্র্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও সুন্দরবন সুরক্ষায় অতিরিক্ত বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা। এক বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ বলেন ‘প্রতিটি ঘূর্ণিঝড় বা প্রকৃতির দুর্যোগে সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষয় ক্ষতির হয়, যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের এবং ঝড়ে সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণী ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে তোলার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন’। এ বিষয়ে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ‘উপকূলবাসীকে নিরাপদ রাখতে কারো কোনো মাথাব্যথা নেই। বারবার প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলেও যে পরিমাণ ব্যয় করা হয়, তাতে এ এলাকায় অনেক উন্নত অবকাঠামো করা সম্ভব।’ সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ রক্ষায় রিং বাঁধ নির্মাণ করা দরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত