ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘স্মার্ট সমাজ ও স্মার্ট নাগরিকের সঙ্গে ধূমপান জিনিসটি যায় না’

‘স্মার্ট সমাজ ও স্মার্ট নাগরিকের সঙ্গে ধূমপান জিনিসটি যায় না’

স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট নাগরিকের সঙ্গে ধূমপান জিনিসটি যায় না বলে মন্তব্য করেছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। তামাক দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন কর্তৃক বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচকরা তামাকদ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় ও দিক সম্পর্কে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি। এমন কোনো স্মার্টনেসের সঙ্গে কিন্তু ধূমপান জিনিসটি যায় না।

প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪০ সালের মধ্যেই আমরা ধূমপান থেকে মুক্তি পেতে চাই। মুক্তিলাভের জন্য আমাদের সমন্বিত পদক্ষেপে অগ্রসর হতে হবে। আমাদের তাই আরো বেশি সচেতন হতে হবে। বর্তমানে পৃথিবীতে ১২৫টি দেশে প্রায় ৪০ লাখ হেক্টর জমিতে তামাক চাষ হয়। বেশিরভাগ দরিদ্র দেশগুলোতেই এর চাষাবাদ হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত