সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম আলম সংবাদ সম্মেলন করেছেন। গতকাল ২৪ নং ওয়ার্ড কামাল কাছনা কাউন্সিলর অফিসে ছিনতাই ও চাঁদাবাজির শিকার ভুক্তভোগীদের উপস্থিতিতে কাউন্সিলর রফিকুল ইসলাম আলম সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ মে জাহিদ হাসান মিন্টু ও তার লোকজন চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় তাঁতীপাড়া ইস্টার্ন হাউজিংয়ে আটক করে মারপিট করে স্থানীয়রা। তিনি বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে নিজে উপস্থিত হয়ে তাকে মারধর থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করি। কিন্তু পরবর্তিতে জাহিদ হাসান মিন্টু ও তার স্ত্রী আজিমা বেগম আমার বিরুদ্ধে রংপুরের কিছু প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালাম; কিন্তু সে উল্টো আমার নামে আজেবাজে তথ্য দিয়ে খবর প্রকাশ করে সমাজে আমাকে হেওপ্রতিপণ্ণ করার পাঁয়তারা করেছে, যা যড়যন্ত্রমূলক উদ্দেশ্যে পরিলক্ষিত। প্রকৃত পক্ষে ওই জাহিদ হাসান মিন্টু নগরীর গুপ্তপাড়া এলাকার একজন চাঁদাবাজ ও মাদকাসক্ত যুবক, তার নামে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এই এলাকার মানুষ অতিষ্ঠ।