স্বাস্থ্য, নারী ও শিশু ক্ষেত্রে জিও-এনজিও কাজ করবে

এনজিও ব্যুরো মহাপরিচালক

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান বলেছেন, ‘দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নারী ও শিশু ইত্যাদি ক্ষেত্রে জিও-এনজিও একসাথে কাজ করবে। আরডিআরএস’র আজকের অনুষ্ঠান সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে আশা করি।’ গত শুক্রবার রংপুরে, আরডিআরএস মিলনায়তনে আরডিআরএস বাংলাদেশ ও আরডিআরএস’র সহায়তায় গঠিত গণমানুষের সংগঠন ‘ইউনিয়ন ফেডারেশনসমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। আরডিআরএস’র নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এই সংস্থার সামাজিক উন্নয়ন বিভাগের প্রধান মোঃ মুজিবুল হক মুনির। আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মর্জিনা বেগম ও পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান সোলায়মান আলী।