ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি

বৈষম্যহীন নবম জাতীয় বেতন-স্কেল ঘোষণা করা, গাড়ি চালকদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার টাকা নির্ধারণ করা, গাড়ি চালকদের আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল করা, সরকারি গাড়ি চালকদের ছেলে-মেয়েদের জন্য পোষ্যকোঠা চালু করা ও সরকারি গাড়ি চালকদের বিসিএস ক্যাডারদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি গাড়ি চালকদের বিনা সুদে ৩০ থেকে ৫০ লাখ টাকা গৃহ নির্মাণ ঋণ প্রদান করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৬ জুনের মধ্যে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা না দিলে ১২ জুন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হবে। এছাড়া ২২ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। লিখিত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি আব্দুর রহিম হাওলাদার (রানা) বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্য মেনে নেয়া যায় না। ২০১৫ সালে প্রদত্ত অষ্টম পে-স্কেল এরইমধ্যে প্রায় ৯ বছর পূর্ণ করেছে। সব সময় সরকার কোনো পে-স্কেল ৪ বছর পূর্ণ হলেই মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। অথচ, এখন পর্যন্ত তাও দিচ্ছে না। ৮ম পে-স্কেল ঘোষণার সময় স্থায়ী পে-কমিশন গঠনের কথা ছিল তাও অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। এছাড়া বাজার প্রবৃদ্ধির সাথে সমন্বয় করে বেতন যে ৫ শতাংশ বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সাথে যুক্ত হয়নি। বর্তমানে মাসিক বেতন ভাতা দিয়ে কোনো সরকারি গাড়িচালক ১০ দিনের বেশি চলতে পারে না। তাই অতি দ্রুত পে-কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত