রংপুরে হিমাগার স্থাপনে বরাদ্দের দাবি চাষিদের

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আসন্ন জাতীয় বাজেটে রংপুর অঞ্চলে আলুসহ সবজি সংরক্ষণে হিমাগার ও কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা নির্মাণে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ।

হিমাগার না থাকায় প্রতি বছর সবজি পচে ১০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সদস্য সবুজ রায়, আতোয়ার রহমান বাবু, স্বপন রায়, রেদোয়ান ফেরদৌস, মজিবার রহমান প্রমুখ। নেতারা বলেন, উত্তরাঞ্চল দেশের শস্যভান্ডার বলে খ্যাত।

এই অঞ্চলে শুধুমাত্র সবজি সংরক্ষণের জন্য হিমাগার না থাকায় প্রতি বছর উৎপাদিত সবজির ৩০ শতাংশ পচে নষ্ট হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। দেশে প্রতি বছর সবজির চাহিদা ১ কোটি ৫২ লাখ টন। সরকারি হিমাগার না থাকায় পচে যাওয়ার আশঙ্কায় উৎপাদক কৃষক পানির দরে সবজি বিক্রি করতে বাধ্য হয়।