ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

সারদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ৮ হাজার ৮৬৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৫৬ হাজার ৫৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নগর ভবনে একজন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।