ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবির

এমএস ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন

এমএস ও পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমএস (মাস্টার অব সায়েন্স) এবং পিএইচডি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পুরোনো অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অথিতির আসন অলংকৃত করেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর উপস্থিত এমএস ও পিএইচডিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন। এ ওরিয়েন্টশন অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও উপস্থাপিত সুবিধার শতভাগ ব্যবহার নিশ্চিত করে নিজেদের সৃষ্টিশীল কর্ম ও সৃজনশীলতার মাধ্যমে দেশ ও বিশ্বের নানা প্রান্তে নিজেদের মেলে ধরার দৃঢ়তা ব্যক্ত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত