বাবুবাজারে কারখানায় অভিযান ৩০ লাখ টাকার নকল ওষুধ জব্দ

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী বাবুবাজার এলাকায় নকল ও অনুমোদনহীন ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে একটি কারখানা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে প্রেগন্যান্সি টেস্ট কিট ও খোলা কনডম প্যাকেটজাত করার কারখানারও সন্ধান পেয়েছে অধিদপ্তর। এ সময় কারখানা থেকে দুজনকে আটক করা হয়। গত শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এসব নকল ওষুধ জব্দ করা হয়।

জানা গেছে, ছয় প্রতিষ্ঠান থেকে ৩০ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে নাঈম ফার্মেসি থেকে ২৯ ধরনের, শাকিল ব্রাদার্স থেকে ১৭ ধরনের, সাহরা ড্রাগস থেকে ৪৬ ধরনের, রাজীব এন্টারপ্রাইজ থেকে ১৭ ধরনের, আল-আকসা মেডিসিন থেকে ১১ ধরনের এবং আলাউদ্দিন মেডিসিন থেকে ১৭ ধরনের নিবন্ধনহীন নকল ওষুধ জব্দ করা হয়। অভিযানের বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে একটি কারখানায় দুপুর আড়াইটা থেকে ডিবি ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান চালায়। অভিযানে দেখা গেছে, কারখানাটিতে নকল প্রেগন্যান্সি কিট তৈরি করা হতো। এছাড়া খোলাবাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল নকল প্রেগন্যান্সি কিট ও খোলা কনডম জব্দ করা হয়েছে। রোমেল মল্লিক আরো বলেন, এসব ওষুধের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকার বেশি।