ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আরএমপি’র বিট পুলিশিং বিষয়ক কর্মশালার উদ্বোধন

আরএমপি’র বিট পুলিশিং বিষয়ক কর্মশালার উদ্বোধন

আরএমপিতে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিট কর্মকর্তাদের নিয়ে বিট পুলিশিং-বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গতকাল রোবার সকাল সাড়ে ৯ টার দিকে আরএমপি ট্রেনিং স্কুলে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এসআই ও এএসআইদের নিয়ে দুই দিন মেয়াদি বিট পুলিশিংবিষয়ক কর্মশালা (১৮তম) ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মশালায় বিট পুলিশিংয়ের কর্মকৌশল, বিট অফিসারদের দায়িত্ব ও কর্তব্য, করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মোঃ শাফিন মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মতিয়ার রহমান ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত