বশেমুরকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’- এ প্রতিপাদ্য সামনে রেখে নানা জমকালো আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ গত রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের (ডিভিএম) ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স বিভাগের আয়োজনে ও অ্যাভোন অ্যানিম্যাল হেল্থ বাংলাদেশের সহযোগিতায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচে ডিভিএমের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বশেমুরকৃবি’র প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দুধ পানে উদ্বুদ্ধ করার নিমিত্তে দুধ পান করানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের খামারিদের মধ্যে দুধের গুণাগুণ পরীক্ষায় ফ্রি সেবা প্রদান করা হয়।