ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘বিল পরিশোধ না করায় আটকে রাখা শিশুর মৃত্যু’

জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপ

জাতীয় মানবাধিকার কমিশনের পদক্ষেপ

গতকাল মঙ্গলবার গণমাধ্যমে ‘বিল পরিশোধ না করায় আটকে রাখা শিশুর মৃত্যু’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে। প্রতিবেদন মতে, মানিকগঞ্জের ঘিওরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিলের টাকা পরিশোধ না করায় আটকে রাখা শিশু রোগী রেদোয়ানের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, মাত্র ৩ হাজার টাকা বিল পরিশোধ না করায় হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে বিলম্ব করায় চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে যে, শ্বাসকষ্টজনিত কারণে ১ জুন ২০২৪ তারিখ শনিবার গভীর রাতে রেদোয়ানকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। রাতেই রেদোয়ানের অবস্থা সংকটাপন্ন হলে রোববার সকাল ৮টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে থাকার বিল হিসেবে ৩ হাজার টাকা পরিশোধ না করায় রেদোয়ান ও তার স্বজনকে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় কোনোরকম চিকিৎসা না পেয়ে দুপুর ১২টার দিকে রেদোয়ান মারা যায়। এদিকে স্বজনরা বিষয়টি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিত-তাও হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের সুয়োমটোতে উল্লেখ রয়েছে, অভিযোগটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। কমিশন মনে করে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কারও মৃত্যু বা অন্য কোনো ধরনের ক্ষতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বর্ণিত প্রেক্ষাপটে, অভিযোগটি তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত