পরিবেশবান্ধব খুলনা শহরের বিকল্প নেই : কেসিসি মেয়র

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা (বুধবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এর শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় মেয়র বলেন, সুন্দর শহরের স্বপ্ন আমরা সবাই দেখি। মানুষ ভালো পরিবেশে বাস করতে চায়। এজন্য কাজ চলমান আছে। প্রকৃতি আমাদের বহু দুর্যোগ থেকে বাঁচায়। সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কমিয়ে আমাদের জানমালের ক্ষতি কমিয়েছে। তিনি আরো বলেন, খুলনার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় যারাই কাজ করবে তাদের সহায়তা করা হবে। এশিয়া রেজিলিয়েন্ট সিটিজ প্রকল্প বাস্তবায়িত হলে এর সুফল সাধারণ মানুষ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র-কাউন্সিলর সবাইকে একত্রে কাজ করতে হবে।