বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়া বাংলাদেশের অধিকার

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উন্নত রাষ্ট্রগুলো তাদের কর্তৃত্ব ধরে রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ না করে দিন দিন আরো বৃদ্ধি করছে যার ফলে সারা পৃথিবীজুড়ে প্রায় ৩০ টি রাষ্ট্র হুমকির মুখে পড়েছে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘করব ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ সামনে রেখে সারাদেশে সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। তবে অপরিকল্পিত গাছ কর্তন ও বিদেশী প্রজাতির গাছ আমদানির মাধ্যমে বাংলাদেশকে একশ্রেণির সিন্ডিকেট ব্যবসায়ী হুমকির মুখে ফেলছে। দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ জোরদার করে প্রজনন বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহাল মেহেদী, প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, এস এম ই ফাউন্ডেশনের চেয়ারম্যান পাট গবেষক শামস আল মামুন, জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, নিরাপদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, পরিচালক অভিনেতা উদয় খান, টেলি কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহবায়ক মুর্শিদুল হক, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজসহ নেতারা।