ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’ শুরু ৫ জুলাই

‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’ শুরু ৫ জুলাই

জ্যোতির্বিজ্ঞান নিয়ে দেশের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ১৯তম অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। দেশব্যাপী এ আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে ৫ জুলাই থেকে। আগ্রহীদের ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে। গতকাল শনিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১৯তম বাংলাদেশ অলিম্পিয়াড এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড মিশন স্পেস ২০২৭ মহাকাশে প্রথম বাংলাদেশি মহাকাশচারী’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। তিনি বলেন, দেশব্যাপী আয়োজিত ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের’ প্রাথমিক বাছাই কার্যক্রমটি শুরু হবে ৫ জুলাই থেকে। প্রাথমিক বাছাই কার্যক্রম থেকে নির্বাচিত ৫০০ প্রতিযোগীকে নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় বাছাই কার্যক্রম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত