ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লা সীমান্তে

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের সীমান্তবর্তী জামতলা গ্রামের সীমান্ত পিলার ২০৬৫ (৮এস) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। সন্ধ্যা সোয়া ৬টায় বিএসএফ আনোয়ারের মরদেহ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক ছিলেন। গতকাল রোববার সকালে আনোয়ারসহ চার থেকে পাঁচজন সীমান্তের ওপারে চিনি আনতে যান। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে এলাকার লোকজন ঘটনাস্থলের অদূরে গিয়ে আনোয়ারের মরদেহ সীমান্তের কাঁটাতারের ভারতের অংশে পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর বিএসএফ মরদেহটি নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, এলাকার লোকজনের নিকট থেকে খবর পেয়ে স্থানীয় শংকুচাইল বিজিবি ক্যাম্পের সদস্যদের সাথে নিয়ে তিনি কাঁটা তারের বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত