ন্যাশনাল ডিফেন্স কলেজে দিনব্যাপী সেমিনার

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক সমসাময়িক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলির উপর গবেষণার ধারাবাহিকতায় গতকাল Exploring Marine Resources and Fostering Cooperation in Maritime Trade, Security and Safety through IORA শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় এনডিসি অডিটোরিয়ামে এনডিসি কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম সেমিনারের উদ্বোধন করেন।

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এম শামীম আহসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, পরাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম, ইন্ডিয়ান ওশেন রিম বিজনেস ফোরামের চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।