ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রফেসর ড. রমিজ উদ্দিন মিয়া

বশেমুরকৃবি’র গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন নিযুক্ত

বশেমুরকৃবি’র গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন নিযুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন নিযুক্ত হয়েছেন। তিনি গত সোমবার দুই বছরের জন্য নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তিনি গত ৯ জুন তারিখে মেয়াদ শেষ হওয়ায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন এ কৃষিবিদ। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ কক্ষে উভয়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়াসম্পন্ন হয়। ড. রমিজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৮২ সালে বিএসসি (এজি) (সম্মান) এবং ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেন। প্রফেসর মিঞা বিশ্বব্যাংকের আওতায় ২০০২ সালে স্কটল্যান্ডের এবারডিন বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন এবং ওভারসিস ডেভেলপমেন্ট এজেন্সির আওতায় ইংল্যান্ডের সাউথহাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ইতিপূর্বে তিনি তিনবার কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তার ৩৯ বছরের শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন দেশি ও বিদেশি জার্নালে ১৫৭টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত