ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় অনুষ্ঠান গত মঙ্গলবার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছে দেশের ৬৪ জেলায় ৭ শতাধিক শিক্ষার্থী, নবীন বিজ্ঞানী ও উদ্ভাবক।

এদিন সকাল ১০টায় সারা দেশের ক্ষুদে বিজ্ঞানীদের এ মিলনমেলার শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আলী হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, উন্নত বিশ্বের কাতারে নিজেদের শামিল করতে হলে, বিজ্ঞান চর্চার বিকল্প নেই। বিজ্ঞানের চর্চায়, গবেষণায় ও বিজ্ঞানমনস্ক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর উন্নত পৃথিবী বিনির্মাণে আগ্রণী ভূমিকা পালন করবে।’

এতে দেশের ৬৪ জেলা থেকে জুনিয়র ও সিনিয়র গ্রুপের মোট ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া দেশের ৮ বিভাগ থেকে বিজয়ি ২৪টি দল বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর পাশাপাশি তরুণ উদ্ভাবকরা জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে ১৯২টি উদ্ভাবন প্রদর্শন করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত