মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্নে, নিরাপদ ও কোনো প্রকার হয়রানি রোধে রংপুর মহানগরীর যাতায়াত প্রাণকেন্দ্র মডার্ণ মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব কন্ট্রোল রুম ও র‌্যাবের সাপোর্ট সেন্টার যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের যৌথ উদ্যোগে কন্ট্রোল রুমের কার্যক্রম উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী ও র‌্যাব-১৩-এর সিইও কমান্ডার মো: কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদসহ মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-১৩-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।