ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আনন্দের ঈদযাত্রায় বৃষ্টি বিড়ম্বনা

আনন্দের ঈদযাত্রায় বৃষ্টি বিড়ম্বনা

ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পানে ছুটছেন মানুষ। গতকাল বৃহস্পতিবার সারাদিন ভ্যাপসা গরমে অবশেষে ঢাকায় দেখা গেল স্বস্তির বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর।

এরপর বিকাল ৫টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৫টার পর মেঘের গর্জনের সঙ্গে নামে ঝুম বৃষ্টি। আর এতেই বিপাকে পড়ল শেষ কর্মদিবসে অফিস করেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষরা। গাবতলী বাস টার্মিনালে পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম। তিনি জানান, দুপুরের মধ্যে অফিস শেষ করে বাসায় যাই। শেষ কর্মদিবসে ঢাকার রাস্তায় যানজট থাকতে পারে, সেজন্য আগেভাগেই টার্মিনালে এসেছি। এখানে আসার পরই ঝুম বৃষ্টি শুরু হয়। অনেকে বৃষ্টিতে ভিজেই টার্মিনালে এসেছেন। বৃষ্টির মধ্যেই সিএনজি থেকে টার্মিনালে নামা মাহমুদ হোসেন নামে এক যাত্রী বলেন, দীর্ঘদিন পর গ্রামে যাচ্ছি। তাই নিজের মধ্যে আনন্দ কাজ করছে। কিন্তু বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয়েছে। আগে থেকে টিকিট কেটেও রাখিনি। একা হওয়ায় যেকোনোভাবে যাওয়া যাবে এই আশায় এসেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত