ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক হাটের পশু অন্য হাটে নিলে ব্যবস্থা : র‌্যাব

এক হাটের পশু অন্য হাটে নিলে ব্যবস্থা : র‌্যাব

রাজধানীতে এক হাটের পশু অন্য হাটে নেওয়া আইনবিরোধী জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব বলেছে, কেউ এমনটি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। র‌্যাব কর্মকর্তা বলেন, কোরবানির পশু এক হাটের গরু অন্য হাটে নেওয়া আইনবিরোধী অপরাধ। এ ধরনের কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি হাটে সবাইকে সতর্ক করা হয়েছে, কেউ এক হাটের গরু অন্য হাটে নিতে পারবে না। রাস্তায় গরুর হাট বসছে। এ ব্যাপারে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী গরুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাস্তার ওপরে বা হাটের সীমানার বাইরে গরু নিয়ে বসেছে কি না এ বিষয়ে আমরা ইজারাদারদের সঙ্গে কথা বলব। পশু ব্যাপারীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সে ব্যবস্থা করা হবে।

র‌্যাবের কমান্ডার বলেন, পশু অসুস্থ বা রোগাক্রান্ত কিংবা মোটা-তাজার ওষুধ প্রয়োগ করা কোনো পশু যাতে বিক্রি করা না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, গাবতলী পশুর হাটসহ প্রতিটি হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় র‌্যাব সদস্যরা কাজ করছেন। র‌্যাবের কন্ট্রোল রুম পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত